ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে কামাল হোসেন (৩২) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯ পিলার এলাকার কাঁটাতারের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা।
নিহত কামাল উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে।
গেদুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ জানান, গতকাল রাতে গেরুয়াডাঙ্গী গ্রাম থেকে কামালসহ ৮ থেকে ১০ জন ব্যক্তি ভারতে প্রবেশের চেষ্টা করেন। তবে কামালকে কারা হত্যা করেছে, এটা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না।
আবদুল হামিদ আরো জানান, নিহত কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর ডান হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সামিউন্নবী চৌধুরী জানান, এক বাংলাদেশির মৃত্যুর সংবাদ পেয়েছেন। এ বিষয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সেখানে বিষয়টি খোলাসা হবে বলে জানান সামিউন্নবী।