সৃজনশীল প্রশ্ন কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে ‘ছাত্রবন্ধন’
‘মানি না, মানব না, সাতটি সৃজনশীল লিখব না’ এমন স্লোগানকে সামনে রেখে ‘ছাত্রবন্ধন’ ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চৌরাস্তায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেয় জেলা শিক্ষার্থীদের আহ্বায়ক তারিফ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, জিসান, বর্ণালী ঘোষ বর্ণ, জিহাদুজ জামান প্রমুখ।
বক্তারা বলে, এত অল্প সময়ে তারা সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে কী করে। সর্বোচ্চ দু-তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যায়। পরে চলে পৃষ্ঠা পূরণ করার অযৌক্তিক-নিষ্ঠুর প্রতিযোগিতা। তাই সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা তাদের পক্ষে সম্ভব নয়।
বক্তারা আরো বলে, তাদের ওপর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষাব্যবস্থার বারবার পরিবর্তন বন্ধ না করলে তারা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক আ ফ ম ফজলে রাব্বীর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়।