রংপুরে ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা
সংগীতের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ রংপুরে পাঁচজন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৪ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে টাউন হলে এ সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর, জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ ও চেম্বার সভাপতি আবুল কাশেম।
সম্মাননা পাওয়া গুণী ব্যক্তিরা হলেন লোক সংস্কৃতিতে মোহাম্মদ সিরাজ উদ্দিন, কণ্ঠ সংগীতে খাদেমুল ইসলাম বসুনিয়া, যন্ত্র সংগীতে আবদুর রশীদ, নৃত্যকলায় চায়না নিয়োগী ও সবিতা সেন গুপ্ত। সম্মাননা পাওয়া ব্যক্তিদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ ১০ হাজার করে টাকা দেওয়া হয়।