উপকূলে দস্যুতা কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজাজামান খাঁন কামাল বলেছেন, উপকূলীয় এলাকায় একসময় জলদস্যু ও বনদস্যুর উৎপাত ছিল। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দস্যুতা কমে গেছে।
আজ বৃহস্পতিবার নোয়াখালীর হাতিয়া উপজেলায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ‘রেডিও সাগরদ্বীপ’-এর সাবস্টেশন উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সমাবেশে কয়েকজন সাংবাদিক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, কোন শর্তে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর করা হয়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখানে এসেছি নোয়াখালীর হাতিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দেখা করার জন্য। এ স্থানের মানুষের কথা শোনার জন্য।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, তথ্য মন্ত্রলায়রে সচিব মুর্তজা আহমদ, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রাক্তন মুখ্যসচিব মো. আবদুল করিম, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, জাপানের বিএইচএন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাতুসি ফুজিতা, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশের মুখ্য প্রতিনিধি মিকিকো হাতেদা।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন হাতিয়ার পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী।
জাইকার সহযোগিতায় ৬০ লক্ষাধিক টাকা ব্যয়ে একটি বেসরকারি সংস্থা রেডিও সাব স্টেশনটি নির্মাণ করে। ৯৯.২ এফএম ব্যান্ডের রেডিওটি উপকূলীয় এলাকায় সকাল ও সন্ধ্যায় ২ ঘণ্টা করে বার্তা প্রচার করবে। এতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও দুর্যোগ প্রশমনের মতো বিষয়গুলো জানানো হবে।
বার্তায় উপকূলীয় নদী ও সাগরে চলাচলরত সব ধরনের মাছ ধরার ট্রলার ও যাত্রীবাহী নৌকাকে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সংকেতও জানানো হবে।