নাশকতার আশঙ্কায় কুষ্টিয়ায় গ্রেপ্তার ১৪
নাশকতা করা হতে পারে এমন আশঙ্কায় কুষ্টিয়া থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে একজন উপজেলা বিএনপির সভাপতি ও বাকিরা বিএনপি-জামায়াতের কর্মী বলে জানায় পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হক জানান, নাশকতা করতে পারে এমন আশঙ্কায় খোকসা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ হোসেনসহ বিএনপি-জামায়াতের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত নিয়মিত অভিযান ও যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে এঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আমজাদ হোসেনকে তাঁর খোকসার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া খোকসা থেকে আরো একজনকে এবং কুমারখালীতে বিশেষ অভিযানে ১২ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, নাশকতা আশঙ্কায় এই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে চালান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।