গাইবান্ধায় এসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন
এসিড নিক্ষেপের দায়ে গাইবান্ধায় আব্দুল খালেক নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গাইবান্ধার জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিস মোস্তফা তুতন এনটিভি অনলাইনকে জানান, সদর উপজেলার দাড়িয়াপুর উত্তর আনালেরতারি গ্রামের চণ্ডীচরণ মোদকের স্ত্রী স্নেহলতা এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন।
বড় মেয়ে রাধা রানীকে পাশের বাড়ির বখাটে আব্দুল খালেক দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিলেন। কিন্তু রাধা রানী এ প্রস্তাবে রাজি হননি। পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এতে ক্ষুব্ধ হন আব্দুল খালেক।
২০০৭ সালের ৬ নভেম্বর গভীর রাতে আব্দুল খালেক ঘরের দরজা খুলে ঘুমন্ত রাধা রানীর ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ঝলসে যায় রাধা রানী, তাঁর মা, ছোট বোন বিউটি রানী।
এ ব্যাপারে স্নেহলতা বাদী হয়ে গাইবান্ধা থানায় আব্দুল খালেককে আসামি করে মামলা দায়ের করেন।