শিশুসহ বিএনপি নেত্রী থানায়, গ্রেপ্তার আরো ২৩ জন
বাগেরহাটের চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের উপজেলা সভানেত্রী রুনা গাজীকে আটক করে থানায় নিয়ে গেছে চিতলমারী থানার পুলিশ। এ সময় তাঁর ১৩ মাস বয়সী শিশুটিকেও সঙ্গে নিয়ে যান তিনি।
এ ছাড়া রাতভর নয়টি উপজেলায় অভিযান চালিয়ে আরো ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোররাত পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীকে আটক করা হয়েছে। এ ছাড়া অন্যদের নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
তবে রুনার পরিবারের দাবি, রুনার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার পরও পুলিশ তাঁর এক বছর এক মাস বয়সী শিশুসহ তাঁকে আটক করে থানায় নিয়ে গেছে।
ওসি জানান, আজ যাচাই-বাছাই শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।