মাঠ থেকে ব্যবসায়ীর চোখ বাঁধা লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের নয়নতলা মাঠ থেকে রবিউল ইসলাম রবি (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-চোখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রবির বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তিনি সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বিয়াই ঝিনাইদহের আশরাফুজ্জামান জানান, চারদিন আগে আদালতে হাজিরা দিতে গিয়ে রবিউল নিখোঁজ হন । এরপর আজ শুক্রবার সকালে লোকমুখে লাশ পড়ে থাকার খবর পান তাঁরা।
চুয়াডাঙ্গার কুতুবপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন জানান, সকালে মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই আরো বলেন, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় মাথায় গুলি করে হত্যা করে রবিকে ফেলে রাখা হতে পারে। তাঁর হাত ও চোখ বাঁধা আছে। তাঁর পরনে স্টাইপ শার্ট, বাদামি রঙের প্যান্ট ও পায়ে স্যান্ডেল রয়েছে।