শুদ্ধি অভিযান দলমত নির্বিশেষে : শিক্ষামন্ত্রী
দলমত নির্বিশেষে শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখানে ক্যাসিনো থেকে শুরু করে দুর্নীতির সব ক্ষেত্রে সে যেই হোক না কেন কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যখনি এসব শুদ্ধি অভিযান পরিচালনা করা হয় তখন কোনো দল দেখা হয় না। যে সন্ত্রাসী বা যে চাঁদাবাজ বা যে অসামাজিক কাজ করে বা যে কোনো অপরাধ করে সে কোন দল করে সেটি দেখে শেখ হাসিনা অভিযান পরিচালনা করেন না। সারা দেশের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে এই শুদ্ধি অভিযান চলছে এবং চলবে।
পরে ডা. দীপু মনি জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০১৯-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।