ঠাকুরগাঁওয়ে আট মোটরসাইকেলসহ সাতজন গ্রেপ্তার
ঠাকুরগাঁও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটটি মোটরসাইকেলসহ আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফ, হৃদয়, জাহিদুল ইসলাম, লেলিন, ইদ্রিস আলী, লেলিন ও নিশিকান্ত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনির।
পুলিশ সুপার বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর রাতে শহরের ঘোষপাড়া জামে মসজিদের সামনে থেকে মুসল্লি একেএম ফজুলুল বারির একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ চুরির ঘটনার ক্লু উদ্ধার করে। গত দুই দিনে ঠাকুরগাঁও পুলিশ নীলফামারী ও লালমনিরহাট জেলায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আটটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোসফেকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এবং অপারেশন অফিসার গোলাম মর্তুজাসহ ঠাকুরগাঁও পুলিশের কর্মকর্তারা।