চাঁদপুরে বেড়াতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের চারজন নিহত
চাঁদপুরে বজ্রপাতে দুই নারী ও দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার অহিদা বেগম (৬০), তাঁর মেয়ে রেহেনা বেগম (৩২) রেহেনার ছেলে সাব্বির (১৪) ও রেহেনার মেয়ে সামিয়া (১০)।
অহিদার বেগমের আরেক মেয়ে শাহিদা জানান, তাঁর মা, বোন ও বোনের সন্তানদের নিয়ে বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে যান। আজ দুপুর দেড়টার পর হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হয়।
স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।’