খাগড়াছড়িতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
খাগড়াছড়িতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক জাহাঙ্গীর হোসেন, উত্তরা ইউনিভার্সিটির মিডিয়া বিভাগের পরিচালক রহমান মোস্তাফিজ, পিআইবির প্রতিবেদক জিলহাস হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে সংবাদ সংগ্রহ, সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন, লেখার ধরন, সংবাদ সম্পাদনা, তথ্য অধিকার আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্থানীয় প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।