বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একজন নিহত
রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আলী হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ওই ঘটনায় আরো পাঁচজন আহত হন। তাঁরা হলেন বিল্লাল হোসেন (২৪), আখতার হোসেন (২৩), বোরহান (২৫), মানিক (২২) ও আল আমিন (২৪)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।