জন্মের পরপর নবজাতক পরিত্যক্ত স্থানে
কুষ্টিয়া শহরতলির চৌড়হাস এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় লোকজন। আজ রোববার ভোরে কে বা কারা প্রায় একদিন বয়সী নবজাতককে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের চৌড়হাস এলাকায় বটতৈল মোড়ে একটি মোটর গ্যারেজের পেছনে ফেলে রেখে চলে যায়।
নবজাতককে কুষ্টিয়া সদর হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত তাপমাত্রা কমে যাওয়ায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে বটতৈল মোড়ের স্থানীয় হোটেল কর্মচারী আনোয়ারা বেগম হোটেলে কাজ করতে যাওয়ার সময় জ্যোতি হোটেলের সামনে একটি গ্যারেজের পেছনে শিশুর কান্না শুনতে পান। আনোয়ারা বেগম সেখানে গিয়ে ওই নবজাতককে দেখতে পান। পরে আশপাশের লোকজন ডেকে আনলে তারা শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আইয়ুব আলী জানান, নবজাতকটি ছেলে। ওর বয়স একদিন হতে পারে। কিন্তু নবজাতকটির অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। ওর ওজন দুই পাউন্ডের মতো। নবজাতকের শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে। ওকে ইনকিউবেটরে রেখে উষ্ণতা দেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, সন্তান নেই এমন একাধিক দম্পতি নবজাতকটির অভিভাবকত্ব নিতে হাসপাতালে ভিড় করেছে।