পৃথক ভূমি কমিশনের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লংমার্চ
সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় অভিমুখে দুইদিনব্যাপী লংমার্চ শুরু হয়েছে।
আজ রোববার সকালে লংমার্চ কর্মসূচিকে ঘিরে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার হাজার হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দা নাচোল বাসস্ট্যান্ড মোড় এলাকায় সমবেত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে লংমার্চ কর্মসূচির উদ্বোধন করা হয়। নাচোল থেকে রাজশাহীর দূরত্ব ৬০ কিলোমিটার।
জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত লংমার্চটি আজ সন্ধ্যায় রাজাবাড়ী হাটে গিয়ে সেখানে রাতযাপন করবে। আগামীকাল সোমবার রাজশাহী অভিমুখে আবারও রওনা হবে। সেখানে সমাবেশ শেষে বিভাগীয় কমিনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন লংমার্চের আয়োজকরা।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে লংমার্চের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় কৃষক সমিতির স্বেচ্ছাসেবক সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অনিল মারাণ্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল।
সমাবেশে পঙ্কজ ভট্টাচার্য বলেন, স্বাধীনতার ৪৪ বছর অতিক্রান্ত হলেও এ দেশের আদিবাসীদের অধিকার মেলেনি। স্বাধীন ভূমি কমিশনের দাবিতে আগেও লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এ দাবি বাস্তবায়ন করা হয়নি।