মালিককে কোপানোর প্রতিবাদে পিরোজপুরে বাস বন্ধ
পিরোজপুরে নিজাম উদ্দিন মোল্লা নামের এক বাসমালিককে কুপিয়ে জখম করার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।
আজ সোমবার সকাল থেকে পিরোজপুর থেকে দূরপাল্লাসহ সব পথে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য সরদার শহিদুল ইসলাম বলেন, বাসমালিক সমিতির দ্বন্দ্বের জেরে গতকাল রোববার রাতে পিরোজপুর বাস টার্মিনাল থেকে বাসায় ফেরার পথে সার্জিকেয়ার ক্লিনিকের সামনে বাসমালিক নিজাম উদ্দিন মোল্লাকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
পরে নিজামকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারী এবং তাদের ইন্ধনদাতাদের আইনের আওতায় না আনা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সরদার শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের মহাজনকে কুপাইছে। কেন কুপাইল? এই সন্ত্রাস যেন ধরা খায়। সুষ্ঠু বিচার যেন হয়।’
এদিকে, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন পিরোজপুর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। তাঁরা যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান চান।
এ ঘটনার পর বাস টার্মিনাল এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দ্বন্দ্বের জেরে গত ২ অক্টোবর পিরোজপুর বাসমালিক সমিতি ভেঙে দিয়ে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ ঘটনায় সংগঠনের সাবেক সভাপতি মশিউর রহমান মহারাজ এবং আহ্বায়ক কমিটির সদস্যরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন। এর জের ধরেই মহারাজের প্রতিপক্ষ নিজাম উদ্দিনের ওপর হামলা করেছে বলে দাবি করেছেন বাসমালিক সমিতির সঙ্গে সংশ্লিষ্টরা।