কুষ্টিয়ায় ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিকদের সমাবেশ
পাঁচ দফা দাবি আদায়ে খুলনা বিভাগে ঘোষিত পরিবহন ধর্মঘট সফল করতে সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। আগামী ১৯ নভেম্বর ওই ধর্মঘট আহ্বান করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়ার আলফা মোড়ে ওই শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ১৮ নভেম্বরের মধ্যে রাজনৈতিক প্রভাবে অবৈধভাবে দখল করা কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নকে দখল মুক্ত করা, ড্রাইভিং লাইসেন্স পেতে অনিয়ম, দূর্নীতি ও হয়রানি বন্ধ করা, পৌর টোলের নামে জোর করে টাকা আদায়, মহাসড়কে চাঁদাবাজি বন্ধসহ নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ করার দাবি আদায় না হলে ১৯ নভেম্বর কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে। ধর্মঘট সফল করতে সব শ্রমিকের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা আব্দুল মান্নান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান, শ্রমিক নেতা বাবুল প্রমুখ।