সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত ১০
সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়ায় দুটি ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত চারজন হলেন মোটরসাইকেল আরোহী সদর উপজেলার আলীপুর গ্রামের অধীর ঘোষের ছেলে দিলীপ (২৮) ও সনজিদ (২৬), ইঞ্জিনভ্যান আরোহী মাহমুদপুরের আবদুল কাদেরের ছেলে আবদুল কুদ্দুস (৩৫) ও গাংনিয়ার রজব আলীর মেয়ে জেসমিন (২০)।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) লিটন বিশ্বাস জানান, আজ সকালে মাহমুদপুরের কাছে গাংনিয়া সেতুর ওপর সাতক্ষীরা থেকে ভোমরাগামী একটি মোটরসাইকেল একটি ইঞ্জিনভ্যানকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ইঞ্জিনভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহত হন ১০ জন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরে গুরুতর আহত চারজনকে সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুর। আহত অপর ছয়জনের পরিচয় পাওয়া যায়নি।