রাজবাড়ীতে নারীসহ আট রোহিঙ্গা আটক
রাজবাড়ীতে আটজন রোহিঙ্গাকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। আজ বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকা থেকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহন থেকে তাঁদের আটক করা হয়। আপাতত তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে বলে জানান ওসি।