শরীয়তপুরে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাড়ির পাশে প্রবহমান খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চরভাগা ইউনিয়নের উত্তর পেদাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো রফিক বেপারীর ছেলে জুবায়েদ (৫) ও ইসমাইল সরদারের ছেলে রবিউল (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শিশু জুবায়েদ ও রবিউল মাদ্রাসা থেকে এসে বাড়ির রাস্তার পাশে খেলছিল। স্বজনরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে খালের পানিতে দুজনের মৃতদেহ ভাসতে দেখে। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।