খালেদা জিয়া ফিরলে গ্রেপ্তার হতে পারেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সোমবার দুপুরে রংপুরে নিজের বাড়ি পল্লী নিবাসে তিনি এ কথা জানান।
ঢাকা থেকে দুই দিনের সফরে এখন রংপুরে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এরশাদ সাংবাদিকদের বলেন, ‘উনার (খালেদা জিয়া) নামে মামলা আছে তো। প্রমাণও আছে। এবং এ মামলার হাত থেকে তিনি রক্ষা পাবেন বলে মনে হয় না। প্রমাণাদি লিখিত, মৌখিক কোনো প্রমাণ না। এ জন্য মনে হয় এতিমখানার টাকা উনি নিয়েছেন। স্বভাবতই মানুষ ধারণা করছে, উনি দেশে ফিরলে শাস্তি পেতে পারেন।’
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘তারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, আল্লাহর বিচার রয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত আরো বলেন, ‘দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এটা পশ্চিমাদের সৃষ্টি, শিয়াদের বিরুদ্ধে আইএস সৃষ্টি করা হয়েছিল।’
এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আসিফ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। এ মুহূর্তে তিনি ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে সেখানেই অবস্থান করছেন।