উচ্ছেদের সময় মৃত্যুর গুজবে পুলিশের ওপর হামলা, গুলি
চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের বস্তি উচ্ছেদের সময় মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে জনতা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়।
আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদকালে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। আজ সকালে দ্বিতীয় দিনের মতো ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান শুরু করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।
বেলা সাড়ে ১১টার দিকে স্থাপনা উচ্ছেদ শুরু করলে বাধা দেয় বস্তিবাসী। একপর্যায়ে অভিযানে এক বস্তিবাসী মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে জানান ওসি। তিনি আরো জানান, বস্তিবাসীরা পুলিশ ও রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে ব্যাপক পাথর ছোড়ে। পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৩টি শর্টগানের গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষে চার-পাঁচজন সামান্য আহত হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।