শরীয়তপুরে মেয়ের উত্ত্যক্তকারীকে কুপিয়ে হত্যার অভিযোগ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক কিশোরীকে উত্ত্যক্ত করায় মো. মামুন বেপারী (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাহেব আলী মাল ও তার ভাই বিল্লাল মালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মামুন বেপারী ওই গ্রামের জলিল বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহেব আলী মালের মেয়ে সম্পা আক্তারকে (১৪) দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে কুপ্রস্তাব ও উক্ত্যক্ত করতেন একই গ্রামের জলিল বেপারীর ছেলে মামুন বেপারী। গতকাল বিকেলে সম্পা বাড়ির পাশে গেলে মামুন আবার কুপ্রস্তাব দিয়ে জরিয়ে ধরার চেষ্টা করে। এ ঘটনা সম্পা তার বাবাকে বলে। সাহেব আলী মামুনের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সাহেব আলী মামুন বেপারীকে পেটে ছুরিকাঘাত করে আহত করে। আহত অবস্থায় মামুনও ঘর থেকে দা এনে সাহেব আলী মাল ও তার ভাই বিল্লাল মালকে কুপিয়ে আহত করে।
পরে মামুন মাটিতে পড়ে গেলে তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ফাতেমা মাহজাবিন বলেন, ‘শরীরে ক্ষত অবস্থায় মামুন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহত মামুনের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’