শ্রেণিকক্ষে সাপের কামড়, জেএসসি পরীক্ষার্থী হাসপাতালে
সাপের কামড়ে জেএসসি পরীক্ষা দেওয়া হলো না এক ছাত্রীর। আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে।
সাপের কামড়ে আহত ছাত্রীর নাম ফারজানা খাতুন (১৪)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবুল হোসেন জানান, ওই ছাত্রীকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, ফারজানা সদর উপজেলার কোটালী গ্রামের ফারুক হোসেনের মেয়ে ও কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আজ মঙ্গলবার সকাল ১০টায় উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ফারজানার কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। ১০টা বাজার কিছুক্ষণ আগে শিক্ষকরা পরীক্ষার খাতা বিতরণ করেন। ওই সময় একটি সাপ ফারজানার পায়ের নিচের অংশে দংশন করে। উপস্থিত পরীক্ষার্থীরা সঙ্গে সঙ্গে সাপটিকে মেরে ফেলে এবং ফারজানাকে সদর হাসপাতালে নিয়ে যায়। এর ফলে ফারজানা আজ পরীক্ষা দিতে পারেনি।