রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু
রাজবাড়ীর পাংশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৫০), একই গ্রামের মিঠু শেখের মেয়ে মিথিলা (১১) ও মোহাম্মদ সালেকের মেয়ে শিউলি (১৪)।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক ব্যক্তি গাছ কাটার সময় বৈদ্যুতিক তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। সেই তার গিয়ে পড়ে পুকুরের পানিতে। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি না জেনেই ওই পুকুরের পানিতে গোসল করতে নামে জাহানারা, শিশু মিথিলা ও শিউলি। এতে তারা গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।