খালেদা জিয়ার মুখে ঐক্যের প্রস্তাব তামাশা ছাড়া কিছুই নয় : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জঙ্গি তাণ্ডবের সুইচ হাতে নিয়ে এবং জঙ্গিদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুখে সর্বদলীয় ঐক্যের প্রস্তাব জাতির সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে অবশ্যই ঐক্য হবে, আর তা হবে রাজাকার, জঙ্গি আর আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে। জাতীয় ঐক্যে রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। খালেদা জিয়ার সঙ্গে যেকোনো ধরনের আলোচনা হবে কার্যত জঙ্গিদের হালাল করার রাজনীতি ছাড়া আর কিছুই নয়।
আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ফুটবল মাঠে অনুষ্ঠিত জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণ এক হও, বাংলাদেশের শত্রুদের পরাজিত করে সমাজতন্ত্রের পথে এগিয়ে চল’ এই স্লোগানে ওই সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় তথ্যমন্ত্রী নিজ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ঐক্য রক্ষা কর, জঙ্গিদের খতম কর, সমাজতন্ত্রের পথে এগিয়ে যাও।
মিরপুর উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা মহম্মদ শরীফের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় নেতা করিম শিকদার, জাতীয় নারীজোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
এদিকে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভায় যোগ দেন।