আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ মাছ ধরা শুরু
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এবং ডিম ছাড়ার সুযোগ দিতে ২২ দিন বন্ধ থাকার পর আজ বুধবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরা শুরু করবে জেলেরা।
গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন নদীতে ২২ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। ইতিমধ্যে নদীতে মাছ ধরতে জাল ও নৌকাসহ প্রস্তুত রয়েছে জেলেরা।
জেলা মৎস্য অফিসের তথ্যমতে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২২ দিনে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলা টাস্কফোর্স ২৬৩টি অভিযান চালায়। এ সময় ১০০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১১টি মামলায় ১৯৩ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও তিন লাখ ৬১৫ টাকা জরিমানা করা হয়েছে।
তা ছাড়া ৬০ হাজার ৯৩৫ টন মা ইলিশ ও ৭৩ হাজার ২৯৫ লাখ মিটার জাল জব্দ করে জেলা টাস্কফোর্স। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধংস করা হয়েছে। আর মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের মাছ শিকার থেকে বিরত রাখতে কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দিনরাত নদীতে অভিযান চালায়।