বিলে মাছ ধরতে গিয়ে লাশ হলেন চাচা-ভাতিজা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
নিহতরা হলেন পশ্চিম দামোদরপুর গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম (৪৫) ও তাঁর ভাতিজা উজ্জ্বল মিয়া (২৫)।
এলাকাবাসীর বরাত দিয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বুধবার গভীর রাতে আজিজুল ইসলাম তাঁর ভাতিজা উজ্জ্বল মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ করে আগে থেকে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে পড়েন দুজন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা আজ ভোরে তাঁদের লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।