কুষ্টিয়ায় জামায়াতের কর্মী সন্দেহে ৭ নারী আটক
কুষ্টিয়া শহরতলির বাড়াদী এলাকার একটি বাড়ি থেকে আজ বুধবার সন্ধ্যায় সাত নারীকে আটক করেছে পুলিশ। তাঁরা জামায়াতে ইসলামীর কর্মী বলে পুলিশ দাবি করেছে।
কুষ্টিয়া মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবাইদুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির জন্য বাড়াদী এলাকার রতনের বাড়িতে জামায়াতের মহিলা কর্মীরা বৈঠক করছেন-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। পরে তাঁদের কুষ্টিয়া মডেল থানায় আনা হয়।
আটক নারীরা হলেন স্থানীয় শরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী বেগম, মেজবাহ উদ্দিনের স্ত্রী রানু খাতুন, মোতাহার হোসেনের স্ত্রী আকলিমা বেগম, বিল্লাল হোসেনের স্ত্রী আলেদা খাতুন, আসাদুলের স্ত্রী সিতা বেগম, শাওন বিশ্বাসের স্ত্রী মহো বিশ্বাস ও বেলী খাতুন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আটক সবাই জামায়াতের মহিলা কর্মী। তাঁদের কুষ্টিয়া মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।