নাটোরের চৌগ্রাম জমিদারবাড়ি সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রায় ৩০০ বছরের প্রাচীন নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম জমিদারবাড়ি সংস্কার করে এর ঐতিহ্য সংরক্ষণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিংড়া প্রেসক্লাবসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমিদারবাড়িসংলগ্ন চৌগ্রাম উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এই মানববন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামিমা হক রোজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জিন্নাহ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, একসময় জমিদারবাড়ি দেখতে দেশি-বিদেশি পর্যটক আসত। অযত্ন-অবহেলায় ৩০০ বছরের পুরানো জমিদারবাড়িটি সংস্কারের অভাবে ধ্বংসের প্রান্তে চলে যাওয়ায় এখন আর পর্যটক আসেন না।
জমিদারি লাভের পর ১৭২৫ সালের দিকে চৌগ্রামে জমিদারবাড়ি প্রতিষ্ঠা করেন রামচন্দ্র রায়।