ডিজিটাল সেন্টারের বর্ষপূর্তিতে র্যালি ও আলোচনাসভা
কুষ্টিয়া ডিজিটাল সেন্টারের পঞ্চম বর্ষপূর্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে জেলার সব ইউনিয়ন পরিষদ সচিব ও ডিজিটাল সেন্টারের কর্মীরা অংশ নেন।
আজ বৃহস্পতিবার বেলা ১০টায় র্যালিটি শুরু হয়। অংশগ্রহণকারীরা শহর ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার প্রলয় চিসিম। অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌসের সভাপতিত্বে এ সময় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা বাড়ানোর স্বার্থে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।