চাঁপাইনবাবগঞ্জে ৩ ট্রাকে আগুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট স্কুল মোড় ও একাডেমি মোড়ে সোমবার রাতে তিনটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে কানসাট স্কুলের কাছে সোনামসজিদগামী একটি খালি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর পর রাত ১১টার দিকে একাডেমি মোড়ে দাঁড়িয়ে থাকা আরো দুটি খালি ট্রাকে আগুন দেয় মুখোশধারী ১৫-১৬ দুর্বৃত্ত। তারা প্রথমে মহাসড়কে পাহারায় থাকা আনসার সদস্যদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। পরে ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ট্রাকগুলোর সামনের অংশ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওসি।
এদিকে, হরতালের সমর্থনে জেলায় মিছিল-সমাবেশ করেছে ছাত্রদল। সকালে শহরের প্রফেসরপাড়া থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় ইন্দারা মোড়ে সমাবেশ করে। এতে যোগ দেন ছাত্রদলের জেলা ও সরকারি কলেজ শাখার নেতারা।