রাজনৈতিক বিবেচনায় বিচারকাজ চলছে : গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, অপরাধ নয়, রাজনৈতিক বিবেচনায় দেশে বিচারকাজ চলছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উদযাপন উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন গয়েশ্বর।
urgentPhoto
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, মামলা দিয়ে বিরোধী মতের ওপর রাজনৈতিক নির্যাতন চালাচ্ছে সরকার। বিএনপি এবং খালেদা জিয়াকে জড়িয়ে জঙ্গিবাদের প্রচারণার ফাঁদে পড়েছে সরকার—এমন মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিরোধী মত নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার। বিচারক রায় ঘোষণার আগেই ক্ষমতাসীনরা সাজা ঘোষণা করে দেন বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে আমরা দেখছি, সব মামলা, সব বিচারের রায়, রাজনৈতিক বিবেচনায়; অপরাধ দিকটা মুখ্য নয়। অর্থাৎ প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রতিষ্ঠানকে নির্মূল করা একটি সংস্কৃতি এবং একটি উল্লাসের মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছেন।’