বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত, সড়ক অবরোধ
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বাসচাপায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন।
নিহত ছাত্রের নাম আলিফ (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন আলিফ। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ জানাজার জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হয়েছে।