চুয়াডাঙ্গায় আ.লীগ নেতার শিশু ছেলেকে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বানিনাতপুর গ্রামে দুর্বৃত্তরা ইনামুল হক নামের তিন বছরের এক ছেলেকে গলা কেটে হত্যা করেছে। শিশুটি উপজেলার জামজামি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলামের ছোট ছেলে।
আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাতে বানিনাতপুর গ্রামের হোবরখালীর খালের পাশের হাটখোলার মাঠের পান বরজ থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত সময়ে বিচার দাবি করেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার আগে শিশু ইনামুল বাড়ির পাশে রাস্তায় খেলার সময় নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে ওই গ্রামের ফজলুল হকের পানের বরজের ভেতর শিশুটির গলাকাটা লাশ দেখে গ্রামবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
ঘটনার রাতেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বরজ মালিক ফজলুল হক, তাঁর স্ত্রী খালেদা খাতুন, ছেলে রেজাউল হক ও জামাতা নায়েব আলীকে আটক করেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের রহস্য উদঘাটন ও খুনিদের ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।