২০ লাখ টাকার ইউপিএসসহ গ্রেপ্তার দুই
নরসিংদী থেকে ডাকাতি হওয়া ২০ লাখ টাকার ইউপিএসসহ সন্দেহভাজন দুই ব্যক্তিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। গত শনিবার গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর জেলার রাধারবাড়ি গ্রামের মোশাররফ বেপারী (৪৫) ও তিথিরপাড়া গ্রামের নাহিদ হাসান (৪০)।
নরসিংদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার জানান, গত ১০ জুলাই রাত ৩টার দিকে চীন থেকে আমদানীকৃত প্রায় এক কোটি টাকার ইউপিএস নিয়ে নরসিংদীর ভগীরথপুরে দিয়ে ঢাকা যাওয়ার পথে একটি গাড়ি ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতরা চালক ও গাড়িতে থাকা অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ইউপিএসসহ গাড়িটি নিয়ে যায়। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় ৫১(৭)১৫ ধারায় একটি ডাকাতি মামলা করা হয়।
এ মামলায় এর আগে ৬৫ লাখ টাকার ইউপিএস উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সূত্রাপুর থেকে মোশাররফ ও নাহিদকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার আবু তালেবের বাড়ির দোতলা থেকে ৯০ কার্টন ইউপিএস উদ্ধার করা হয়, যার মূল্য ২০ লাখ টাকা।