রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, জীবন সাহা (৩০) নামে ওই পুলিশ সদস্য কনস্টেবল পদে গুলশান থানায় কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লেভেল ক্রসিংয়ে জীবন সাহাকে একটি দ্রুতগতির ট্রেন ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কমলাপুর রেলওয়ে পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।