এসএসসি পরীক্ষার্থীর লাশ নিয়ে মিছিল
কুষ্টিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে ইমরান নামের এক এসএসসি পরীক্ষার্থী হত্যার বিচারের দাবিতে তার লাশ নিয়ে মিছিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে লাশ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী।
গতকাল সোমবার সন্ধ্যায় শহরের জগতির ৩ নম্বর কলোনির মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে ইমন ওরফে কালো ইমনসহ কয়েকজন মিলে বুকে ও পিঠে ছুরি দিয়ে ইমরানকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। ইমরান রমজান আলীর ছেলে।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইমরান হত্যাকাণ্ডের পর খুনিদের ধরেও ছেড়ে দেয় ক্যাম্প পুলিশ। এ কারণে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে লাশ নিয়ে মিছিল সহকারে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে এসে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এসে হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া ইমরানের দাফনের জন্য ১০ হাজার টাকা এবং তার পরিবারকে বিভিন্ন সহায়তার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারীরা সেখান থেকে এসে ইমরানের স্কুল কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে। মানববন্ধনে ইমরানের আত্মীয়স্বজনসহ এলাকাবাসী ও তার বন্ধুরা অংশ নেয়।
এ প্রসঙ্গে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবদুল খালেক জানান, ইমরান হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়েছে এই অভিযোগ সঠিক নয়। যে ব্যক্তি ইমরানের হত্যাকারীদের শনাক্ত করেছিল, ভুলবশত তাকেও অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল। পরে ভুল বুঝতে পেরে তাকে ছেড়ে দেওয়া হয়।