এ পরিবেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে : র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সন্ত্রাস মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে র্যাবের ডিজি এ আহ্বান জানান।
বেনজীর আহমেদ বলেন, ‘যখন এই ধরনের সন্ত্রাস তৈরি করার অপচেষ্টা করা হয়, তখন সেই পরিবেশে বা প্রতিবেশে অবশ্যই ধর্মীয় মৌলবাদ বা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কারণ তারা তখন এই সন্ত্রাসবাদকে তাদের সন্ত্রাসবাদের জন্য অনুকূল পরিবেশ মনে করতে পারে, বিবেচনায় আনতে পারে। আমরা মনে করি, যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমাদের সবাই মিলে দমন করতে হবে, যাতে ওই ধরনের সন্ত্রাস মানে ধর্মীয় জঙ্গিবাদ পুনর্বার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।’
চট্টগ্রামে নাশকতাবিরোধী সফল অভিযানের উদাহরণ দিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘র্যাব, অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা মিলে সময়মতো অভিযান চালানোর ফলে একটি বিপর্যয়কে সফলভাবে এড়ানো সম্ভব হয়েছে।’
এ সময় বেনজীর আহমেদের সঙ্গে ছিলেন র্যাব- ১৪ ব্যাটালিয়নের পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাব-১৪ ব্যাটালিয়ন সদর দপ্তরের জন্য অধিগ্রহণ করা ভূমি পরিদর্শন ও র্যাব ১৪-এর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বেনজীর আহমেদ। দায়িত্ব পাওয়ার পর র্যাবের সব ব্যাটালিয়নের সার্বিক অবস্থা জানতে নিয়মিত সফরের অংশ হিসেবেই ময়মনসিংহ সফরে যান র্যাবের ডিজি।