চরফ্যাশনে আগুনে পুড়ল ১৫ ব্যবসা প্রতিষ্ঠান
ভোলার চরফ্যাশন উপজেলার বটতলা এলাকায় আগুনে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের দাবি, আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে হঠাৎ আগুন দেখতে পান কয়েকজন পথচারী। এ সময় তাঁরা ‘আগুন, আগুন’ বলে চিৎকার দিলে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা ছুটে আসেন। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় খাবার হোটেল, জুতার দোকান, ফার্মেসি, সুতার গুদাম, পলিথিনের দোকানসহ অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয় সাংবাদিক নোমান সিকদার জানান, পানি পেতে দেরি হওয়ায় আগুন নেভাতে দেরি হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ঘটনাস্থলের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।