কুষ্টিয়া রাইফেলস ক্লাবে কোচ কার্ল সুমি
বাংলাদেশের শ্যুটার তৈরির কারখানা হিসেবে খ্যাত কুষ্টিয়া রাইফেলস ক্লাবে প্রশিক্ষণ দিলেন কোরিয়া থেকে আসা বাংলাদেশ জাতীয় শ্যুটিং ফেডারেশনের কোচ কার্ল সুমি।
আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া রাইফেলস ক্লাবে অ্যানুয়াল পারফরমেন্স অ্যাগ্রিমেন্ট (এপিএ) প্রকল্পের ছয়জনসহ স্থানীয় আরো কয়েকজন শ্যুটারকে প্রশিক্ষণ দেন কার্ল সুমি।
আন্তর্জাতিক মানের এই কোচ শ্যুটারদের আমর্স ধরা, দাঁড়ানো, মানসিক অবস্থা দৃঢ় রাখা, নিশানা ঠিক করাসহ বিভিন্ন কলাকৌশল দেখিয়ে দেন। এ সময় দক্ষতা বৃদ্ধিতে তিনি শ্যুটারদের নানা পরামর্শও দেন।
এ সময় প্রশিক্ষণার্থী শ্যুটার ছাড়াও কুষ্টিয়া রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, যুগ্ম সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, যুগ্ম সম্পাদক ও প্রশিক্ষক মনসুর আলী, কোষাধ্যক্ষ এস এম কাদেরী শাকিলসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।