দুই জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় লালমনিরহাটে দায়ের করা মামলায় দুই জেএমবি সদ্স্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পলাতক আরেক জেএমবি সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত তিন আসামিকেই পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজি এসব দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান মোস্তা এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মনিরুজ্জামান মনির। রায়ের সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পলাতক জেএমবি সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জের ছাদেকুল।
আদালত সূত্রে জানা যায়, ওই তিনজন ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে লালমনিরহাট জেলা জজ আদালত, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বোমার বিস্ফোরণ ঘটান। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
২০০৫ সালে দায়ের হওয়া এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয় ২০০৬ সালের ২৯ অক্টোবর। এর পর ৪৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) আকমল হোসেন আহমেদ। তবে আসামিপক্ষে কেউ ছিলেন না।