নরসিংদীতে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
নরসিংদীতে ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফারের নেতৃত্বে একটি টহল দল তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা রাম দা, চাইনিজ কুড়াল ও ডেগার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার সংগীতা এলাকার শিপন মিয়া, মো. জামাল ও মোবারক। তাঁদের নরসিংদী সদর মডেল থানায় পাঠানো হয়েছে।
এসআই আবদুল গাফফার জানান, এই ঘটনায় থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্র। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আরো কারা জড়িত তা বের করা সম্ভব হবে। তাঁরা দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে বলে পুলিশ ধারণা করছে।