দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, উভয় চালক নিহত
নরসিংদী সদর উপজেলার শিলমান্দির বাইশকানি এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুই চালক হলেন মো. শরীফ ও ফরিদ উদ্দিন। আহত হন চালকের দুই সহকারী। তাঁদের মধ্যে জয়ন্ত নামের একজনের নাম জানা গেছে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান উদ্দিন জানান, নরসিংদী থেকে একটি বালুভর্তি ট্রাক পাঁচদোনার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি রডভর্তি ট্রাক ঢাকা থেকে নরসিংদীর শিবপুরের দিকে যাচ্ছিল। ট্রাক দুটি ঢাকা-সিলেট মহাসড়কের বাইশকানি এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বালুবাহী ট্রাকের চালক শরীফ ও রডবোঝাই ট্রাকের চালক ফরিদ উদ্দিন নিহত হন। আহত হন চালকের সহকারীরা। পরে পুলিশ ও স্থানীয় লোকজন হতাহত চারজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।
এসআই আরো জানান, মোড় এলাকা হওয়ার পরও ট্রাক দুটির গতি না কমানোর ফলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।