জীবননগরে যুবক গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে মোমিনুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোমিন শিংনগর গ্রামের মেহের আলীর ছেলে। আটকের পর তাঁর কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ জীবননগরের শিংনগর গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। ওই সময় মোমিনকে আটক করে পুলিশ। পরে তাঁর শরীর তল্লাশি করে কোমরে থাকা আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তলসহ গুলি-ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটকের পর মোমিনকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
এ ব্যাপারে জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আমির আব্বাস বলেন, তিনি বাদী হয়ে মোমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে জীবননগর থানার একটি মামলা করেছেন।