নোয়াখালীতে জমির বিরোধে চাচা-ভাতিজা খুন
নোয়াখালী সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে চাচা ও ভাতিজা খুন হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো চারজন।
আজ শুক্রবার বিকেল ৩টায় সদর উপজেলার নোয়ান্ন ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ। তিনি আরো জানান, এ ঘটনায় আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের ইব্রাহিম ও তাঁর ভাতিজা আলাউদ্দিন। প্রাথমিকভাবে পুলিশ এঁদের সম্পর্কে আর কিছু জানায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একই বাড়ির আপন চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল ভাতিজা আলাউদ্দিনের। বিষয়টি নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েক দফা সালিস বৈঠকও হয়। সদর থানার পুলিশও কয়েক দফা সালিস করে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করে। কিন্তু কোনো বৈঠকেই বিষয়টি নিষ্পত্তি হয়নি।
এ বিরোধকে কেন্দ্র করে আজ বিকেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আহত হন ইব্রাহিম, আলাউদ্দিন, রাজীব, রফিক, আবদুর রহিম, সালাউদ্দিন, জেসমিন আক্তার, লিমা, গাজী ও সিরাজ মিয়া। তাঁদের নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক ইব্রাহিম ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এঁদের মধ্যে আবদুর রহিম ও সিরাজ মিয়ার অবস্থা গুরুতর।