নাটোরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
নাটোরের বড়াইগ্রামে সেনাবাহিনীর ট্যাঙ্ক ক্যারিয়ার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মোমিন আলী (২৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার পারকোল এলাকায় এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে যশোর সেনানিবাসগামী একটি ট্যাঙ্কারবাহী ট্রাকের সঙ্গে রাজশাহী থেকে ঢাকামুখী মাছবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক মোমিন আলী। নিহত মোমিন আলীর বাড়ি রাজশাহীর তেবাড়িয়া এলাকায়।