নওগাঁয় ট্রাকের চাপায় দুই ভ্যানযাত্রী নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচাড়া স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের আতাউর রহমানের ছেলে রমজান আলী (২০) ও একই গ্রামের মৃত জ্যোতিষ চন্দ্রের ছেলে সমীরণ চন্দ্র (৫০)।
মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম জানান, রমজান আলী ও সমীরণ চন্দ্র আজ সকালে বরই বিক্রির জন্য একটি ভ্যানে করে নওগাঁ শহরে আসছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভ্যানযাত্রী নিহত ও ভ্যানচালক আবদুর রহমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ বা মামলা না করতে চাওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মৃতদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।