নির্মাণাধীন কারাগার ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি গ্রামে নির্মাণাধীন জেলা কারাগারের একটি ভবনে আজ রোববার কাজ করার সময় পড়ে গিয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. বজলুর রহমান (২৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে।
জেলখানা প্রাঙ্গণে কর্মরত নির্মাণশ্রমিকরা জানান, আজ বেলা ১১টার দিকে বজলুর তিনতলাবিশিষ্ট নির্মাণাধীন কারাগারের কয়েদি ব্যারাক (পুরুষ) ১-এর পূর্বপাশের দেয়ালে একা কাজ করছিলেন। এ সময় আরো কয়েকজন শ্রমিক ভবনের অন্য প্রান্তে কাজ করছিলেন। হঠাৎ পা ফসকে বজলুর নিচে একটি ট্যাংকের ওপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। সেখানে কর্মরত তাঁর অন্য দুই ভাই তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুপুর দেড়টার দিকে বজলুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বজলুর মৃত্যুর বিষয়টি নির্মাণকাজের ব্যবস্থাপক হাসান আহম্মেদ নিশ্চিত করেছেন।