পৌর নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা করেছে স্থানীয় বিএনপি। গতকাল রোববার বিকেলে শহরের পাঠানপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। এতে বক্তব্য দেন বিএনপির মেয়র পদপ্রার্থী অধ্যাপক আতাউর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দীন।
সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড ও পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।